আনিফ রহমান, ডোমার (নীলফামারী) : জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর, নীলফামারী ডোমার উপজেলার আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব মোঃ আফতাব উদ্দিন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার চেয়ারম্যান, জনাব তোফায়েল আহমেদ, এবং সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম বিপিএএ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনজুরুল হক চৌধুরী, ডোমার উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব এম এ মালেক সরকার, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খাইরুল আলম বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরনন্নবী এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানে, সাধারণ সদস্যগন ও বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন ধরনের স্টল এবং উন্নয়নমূল কাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয় এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি’র ১৫ বছরের অর্জনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমানে “আমার গ্রাম আমার শহর” বঙ্গবন্ধুর এই লালিত স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা এলজিইডি কাজ করে চলছে অবিরাম।
এ সময় ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ডোমার উপজেলার বিভিন্ন ধরনের পল্লী উন্নয়ন সড়ক, কালভার, জেলা পরিষদ কমপ্লেস নির্মাণ ও সম্প্রসারণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মাণ, খাল খননির্মাণ ও বাঁধ নির্মাণ, উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণ, মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান, সড়ক রক্ষণাবেক্ষণ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের দিক তুলে ধরা হয়।