26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে রেলওয়ে কর্মকর্তাদের বাসভবন থেকে চুরি যাচ্ছে বিজলি বাতি

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনির কর্মকর্তাদের বাসভবন থেকে প্রতিদিন চুরি যাচ্ছে বিজলি (বৈদ্যুতিক) বাতি।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার সরকারি বাসভবনের বেষ্টনীর ভেতর থেকে চারটি বাল্ব চুরি হয়।

রেলের পূর্ত বিভাগ সূত্র জানায়, শহরে চোরের উপদ্রব বেড়েছে। গত এক সপ্তাহে রেলের বিভাগীয় কর্মকর্তাদের বাসভবন থেকে একের পর এক বিজলি বাতি চুরির ঘটনা ঘটছে।  

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, অফিসার্স কলোনি শহরের অভিজাত এলাকা। অথচ এলাকাটি অনিরাপদ হয়ে উঠেছে। ডিএস বিল্ডিংসহ অনেকগুলো ভবনে চুরি হয়েছে। চুরি অব্যাহত আছে। বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

রেলের সৈয়দপুর পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, চোরেরা ভবনগুলোর দেয়াল টপকে চুরি করে কেবল বাল্ব নিয়ে যাচ্ছে। এসব বিজলি বাতি অনেক মূল্যবান। নেশার টাকা জোগাতে এ ধরনের চুরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে কথা হয় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ছিঁচকে চুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। চোর ধরতে ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়