29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাপ সহ উত্যক্ত করার অভিযোগ

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে এক প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাপ দিয়ে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে সৈয়দপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার কাজীরহাট ১০ নং ওয়ার্ডের মোঃ শওকত হাজির মেয়ে মোছাঃ হুমায়রা কুলসুম রানী (২২), স্বামী সৈয়দ মোহাম্মদ সেলিম (সৈদি প্রবাসী) তার স্ত্রীকে প্রায়ই পাশ্ববর্তী প্রতিবেশী একই এলাকার মোঃ আরমান (৩৮), পিতা সমসের প্রায় ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করতো ।

অভিযোগসূত্রে আরও জানা যায় হুমায়রা কুলসুম রানী এর স্বামী প্রায় চার বছর যাবত সৌদি আরবে অবস্থান করছে ফলে বাড়িতে সে ও তার দুই সন্তান নিয়ে বসবাস করছে, সেই সুবাদে প্রায় ছয় মাস যাবত মোঃ আরমান (৩৮) রাস্তাঘাটে তাকে একা পেয়ে নানান কথাবার্তা সহ কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে ।

তার প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাত্রে তার বাড়িতে দরজা-জানলা ধাক্কাধাক্কি সহ উঁকি ঝুঁকি মারে মোঃ আরমান এবং সে অজ্ঞাতনামা মাদক সেবী ছেলেদের নিয়ে তার বাড়ির সামনে আড্ডা দেয়। গত ১১/০৯/২০২৩ ইং তারিখ রাত ২.৩০ মিনিটে মোঃ আরমান (৩৮) কাগজের চিরকুটে ”খারাপ ভাষা লিখে ইচ্ছা হলে ফোন দিও”’ ০১৯৪৬৪২৬৭৭৭ লিখে হুমায়রা কুলসুম রানীর জানলা দিয়ে ঘরের ভিতরে ফেলে দেয়। এবং সে তার দরজা বাহির থেকে আটকে দিয়েছিল। মোঃ আরমান (৩৮) কে এসব কার্য করিতে নিষেধ করলে সে হুমায়রা কুলসুম রানী ও তার সন্তানদের ক্ষতি করবে এবং এ বিষয়ে তার বাড়ির ভাই বোন বা বাবা-মাকে অবগত করলে তাদের ক্ষতি করবে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে হুমায়রা কুলসুম রানী এর সাথে কথা হলে সে বলে মোঃ আরমান (৩৮) প্রতিনিয়ত উক্তরূপ অত্যাচার ও হুমকির ফলে আমি ভীত আমি ও আমার সন্তানরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না । সেহেতু উপরোক্ত বিষয়ে সুষ্ঠু সমাধান সহ বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অত্র অভিযোগ করিলাম। এ ঘটনায় মোঃ আরমান (৩৮) দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছি।

এ বিষয়ে কথা হয় সৈয়দপুর থানার ওসি তদন্ত মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমরা তদন্ত করতে দুইবার গিয়েছি । আমারা খুব তাড়াতাড়ি এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্ৰহন করবো।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়