আনিফ রহমান, বিশেষ প্রতিনিধি (ডোমার) : নীলফামারীর ডোমারে প্রেমিকের বিয়ে ঠিক হওয়ার ঘটনায় মনমালিন্যের জেরে নবম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার (১৫) এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার (১১ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নে পরিবারের লোকজনের অগোচরে বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঐ কিশোরী। বুঝতে পেরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে তাঁর মৃত্যু ঘটে।
আত্মহননকারী মৃত আঁখি আক্তার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম হরিহরা এলাকার মোঃ আলমগীর হোসেনের কন্যা।

এবিষয়ে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা জানান, জলঢাকার কালীগঞ্জ ভাদুরদর্গা এলাকার স্বপন নামে এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তুু গত কয়েকদিন আগে প্রেমিক স্বপনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় মোবাইল ফোনের কথোপকথনে তাদের মনমালিন্য ঘটে। ঘটনার দিন বাড়িতে রাখা কীটনাশক খেয়েছিল সে।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।