রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর মধ্যে প্রায় ৩৪ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার শিক্ষার্থীর নাম মুন্না মিয়া (১৮)।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে অন্য শিক্ষার্থী নাইস আহমেদ (১৯) এখনো নিখোঁজ।

রাতে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।