21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণায় পৌর পরিষদের আনন্দ শোভাযাত্রা

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা ও এর কার্যক্রম শুরু হওয়ায় স্বাগত জানিয়েছে পৌর পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোখাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌর কমিউনিটি সেন্টারের সামনে সমবেত হন। এ সময় তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মেয়র রাফিকা আকতার জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুরকে আলাদা গুরুত্ব দিয়ে দেখেন। এ কারণে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার পদক্ষেপ, সরাসরি পাইপলাইনে গ্যাস সরবরাহ, রেলওয়ে কারখানার আধুনিকায়ন, ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ ও সৈয়দপুরে বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প গ্রহণ করেছেন। ইতিমধ্যে সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ওই পদক্ষেপকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণীয় রাখতে চাই।

এরপর শোভাযাত্রাটি ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সড়ক শেষে সৈয়দপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়