চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মো. ইমরান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে রেলস্টেশনের ৩০০ গজ উত্তরে ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শহরের গোলাহাট এলাকার মো. জাবেদের ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরানের বাবা জাবেদ জানান, তার ছেলে ইমরান মানসিক ভারসাম্যহীন ছিল। উল্লেখিত সময়ে তিনি বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয়দের কাছে শুনে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানার ইসলামবাগ এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।