29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে ‘রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম’র তিন দিনব্যাপি কর্মশালা

চিকলী নিউজ : নীলফামারী জেলার সৈয়দপুরে ‘রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম’ শীর্ষক তিন দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে। 
শুক্রবার (১১ আগষ্ট) বিকেল ৩টায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ কর্মশালা উদ্বোধন করে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে ‘কিছু করি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় একটি রিসোর্টে এ কর্মশালার  আয়োজন করে।

সংগঠনটি তথ্য প্রযুক্তির শিক্ষকদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করে। কমিটির সদ্যরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের ট্রেনিং প্রদান সহ সমন্বয় করবেন। যার মাধ্যমে বছরে একটি বড় সেমিনার ও সাপ্তাহিক ও মাসিক মুল্যায়নের মাধ্যমে রোবটিক্সে উত্তরাঞ্চলের এই জনপদের শিক্ষার্থীকে বিশ্বের কাছে আলাদা ভাবে তুলে ধরা সম্ভব হবে বলে জানান সংগঠন সংশ্লিষ্টরা।

এবিষয়ে ‘কিছু করি’ সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আমরা স্মার্ট বাংলাদেশ উপভোগ করতে না পারলেও যেন এই অঞ্চলের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে বড় অবদান রাখতে পারে সে লক্ষে কনফারেন্সের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কিছু করি সংগঠনের সাথে যুক্ত করব মাত্র। এরপর তাদের নিয়েই শুরু হবে আমাদের রোবটিক্স চর্চা। আমাদের লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প এবং সাংস্কৃতিক জ্ঞান এর মাধ্যমে তাদেরকে আদর্শ নাগরিক তথা দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুরের আইসিটি বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক ম,ম, রেজাউল হক বিদ্যুৎ।  
আয়োজকরা জানান, তিনদিন ব্যাপি এ কর্মশালায় সৈয়দপুর উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়