চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) বিকেল তিনটায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
প্রথমে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তর সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়। এতে উত্তর সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উত্তর সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের জয়ন্তী রায় শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মোছা. সুমাইয়া শ্রেষ্ঠ গোলাদাতা নির্বাচিত হয়।
অপরদিকে,বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপজেলার শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম কুন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পরস্পরের মুখোমুখি হয়। এতে শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে কুন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-২ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মো. কেতাবুল শ্রেষ্ঠ খেলোয়াড় এবং মো. মামুন শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শরিফুল ইসলাম। আর সহকারী রেফারী ছিলেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম এবং তিনপাই -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর করিম। ফাইনাল খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স -আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, মোছা. মুসারাত জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বাবু (পাইলট) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরো ট্রফি বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল হক ও আবু মো. শহিদুর রহমান।