33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

স্ত্রীর সঙ্গে ঝগড়া, নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহনন

চিকলী ডেস্ক নিউজ : বৃহস্পতিবার রাত ২টার দিকে পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকের ভেতরে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত ফিরোজ আহমেদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আবু সাঈদের ছেলে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা শহরের পঞ্চগড় সোনালী ব্যাংক প্রধান শাখায় দায়িত্ব পালনরত অবস্থায় নিজ রাইফেল দিয়ে গলায় গুলি চালান তিনি। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুলিটি তার থুতনির নিচ থেকে মাথার ওপর দিয়ে বেড়িয়ে গেছে।
 
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।  

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস বলেন, ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যা ঘটনা ঘটে থাকতে পারে। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা সাইদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গলার নিচে ও মাথার ওপরে একটি ক্ষত চিহ্ন রয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়