29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

আশুরা পালনে প্রস্তুত সৈয়দপুরের ৪৬ ইমামবাড়া

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ৪৬টি ইমামবাড়ায় পবিত্র আশুরা পালনে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। অবাঙালি অধ্যুষিত সৈয়দপুরে ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এদিকে, ইমামবাড়ায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন।

ইমামবাড়া কমিটি সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম তাজিয়া মিছিল হয় সৈয়দপুর শহরে। গতবার করোনার কারনে ৪২টি ইমামবাড়ায় আশুরা পালিত হলেও এবারে তা বেড়ে ৪৬টিতে তাজিয়া বসানো হবে। সে লক্ষ্যে মহরমের শুরুতে প্রতিটি ইমামবাড়ায় ফাতেহা পাঠ ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। এদিকে ইমামবাড়ার জন্য চলছে তাজিয়া তৈরিরও কাজ। ইমাম হোসেনের প্রতীকী মাজারকে স্মরণ করে সৈয়দপুরেই তৈরি করা হয় এসব তাজিয়া।

শহরের রসুলপুর ইমামবাড়া কমিটির সভাপতি শাহ আলম রাসেল জানান, তাজিয়া মিছিলের পাশাপাশি আশুরা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা, তলোয়ার ও আগুনের বিভিন্ন ধরনের খেলা হয়। সবার মুখে উচ্চারিত হয় “ইয়া হোসেন, ইয়া হোসেন”। প্রতিটি ইমামবাড়ায় তাজিয়া মিছিল, লাঠি খেলা, ইমাম হোসেনের ঘোড়ার প্রতিকৃতি হিসেবে মানত করে পাইক বাধা, ইমামবাড়ায় ফাতেহা পাঠ, নিশান চড়ানো হয়ে থাকে।

সৈয়দপুর শহরের অফিসার্স কলোনীর ইমামবাড়ার খলিফা মো. মকসুদ আলম বলেন, ১ মহরম কারবালার ঘটনার স্মরণে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালনের প্রস্ততি শুরু হয়েছে। এখন প্রতিদিন ইমামবাড়া পরিষ্কার করা, দোয়াপাঠ ও শরবত বিতরণ চলছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ইমামবাড়া ও কারবালা কমিটির সঙ্গে মতবিনিময় করে আশুরা পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইমামবাড়ায় বিশেষ নজরদারি করা হচ্ছে। শহরে সাদা পোষাকে পুলিশের টিম কাজ করছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়