35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

কাল ডিমলায় ইউপি নির্বাচন

দেলোয়ার হোসেন (ডিমলা) নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার  (১৬ জুলাই) উপজেলা নির্বাচন অফিস থেকে সরঞ্জাম প্রিজাইডিং কর্ম কর্তাদের বুঝিয়ে দেওয়া হয়। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

জানা যায়, ভোটের দিন সকালে ৩টি ইউনিয়নের মোট ২৭টি কেন্দ্রের ১৬০টি বুথে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। তিন ইউনিয়নে মোট ভোটারসংখ্যা রয়েছেন ৫০ হাজার ৪৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৫ হাজার ৩৮০ জন ও মহিলা ভোটার সংখ্যা ২৫ হাজার ১১৭ জন। উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৯১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

কেন্দ্র অনুযায়ী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

এ বিষয় সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডিমলা রিটানিং কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস বলেন শান্তিপূর্ভ ভোট গ্রহনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত মাঠে কাজ করবে। 

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়