সাদ্দাম (নীলফামারী) : নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় সৌরভ ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে মামার বাড়ি জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে নীলফামারী-গোড়গ্রাম সড়কের শালমারা বাজার নামক স্থানে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলে যাওয়ার পথে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় সে। নিহত সৌরভ ইসলাম ইটাখোলা ইউনিয়নের বড়বাড়ি পাড়া গ্রামের মো. হাসানুর রহমানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সৌরভ ইসলাম বড়। সে জেলা সদরের ইটাখোলা কালীতলা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে সে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হয়। পড়ে লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।