চিকলী ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত আলী। এসময় বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জনান, সরকারি জমি দখল করে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম দৃষ্টি নন্দন বাড়ি নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন ধরে সেখানেই পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। এ বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে এতদিন দখল করে ছিলেন। পরে আজ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু অজানা কারণে এসব স্থাপনা অক্ষত রয়ে যায়।
দীর্ঘদিন পরে হলেও ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি জমি দখল করা ক্ষমতাবান ব্যক্তি আব্দুল আলীমের বাড়ি ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত আলী বলেন, ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলামের নির্দেশে সাভারের বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই বিঘার ওপরে সরকারি জমি উদ্ধার করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা।
তিনি আরও বলেন, সরকারি জমি খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযানে এসময় সেখানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।