33.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মার্চ ১২, ২০২৫

পার্বতীপুরে বাইতুন নুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন : সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান মসজিদ কমিটির

নাজমুজ সাকিব, পার্বতীপুর,(দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে গোবিন্দপুর বাজারে বাইতুন নুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একইসাথে  দুস্থদের মাঝে বস্ত্র বিতরণের মহতি উদ্যেগ হাতে নিয়েছে বাইতুন নুর জামে মসজিদ কমিটি। আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে স্রষ্টার ঘর নির্মাণের পাশাপাশি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মানুষের মাঝে বস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নেয়া একটি ব্যাতিক্রমী উদ্যেগ। যা সাড়া জানিয়ে দেয় মানবতার নিশানাকে। ঠিক এমনই একটি আয়োজন করতে যাচ্ছে গোবিন্দপুর বাজার পাড়া বাইতুন নুর জামে মসজিদ কমিটি। বিষয়টি নিয়ে গোবিন্দপুর বাজার পাড়া বাইতুন নুর জামে মসজিদ কমিটির কয়েকজন সদস্যের সাথে কথা হলে তাঁরা গণমাধ্যমকে জানান,আগামী ০৪/০৮/২০২২ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকার সময় গোবিন্দপুর বাজার পাড়া বাইতুন নুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা জানিয়েছেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা জানিয়েছেন ৬নং মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম, মোমিনপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব মণ্ডল,ইউপি সদস্য আবু হানিফ মণ্ডল, সমাজসেবক জনাব মোঃ রোমায়েন হক রোমান সহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ।এছাড়াও তাঁরা আরও বলেন, যেহেতু মসজিদ আল্লাহর ঘর এবং মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে  সমাজের দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে তাই উক্ত কাজে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।আপনারা কেউ উক্ত মসজিদ নির্মাণকল্পে এবং বস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করতে চাইলে ০১৭৮৩০২৬০২৩ বিকাশ  অথবা  ০১৩১৬৪৬১৫১৪ নগদ উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়