26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে রেলওয়ের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে পাকা ভবন 

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের সরকারী জায়গা দখল করে তোলা হচ্ছে পাকা ভবন।

শহরের বিমানবন্দর নিচু কলোনীতে সরকারী জায়গা দখল করে ওই পাকা ভবন নির্মাণ করছেন জামাল উদ্দিন নামে এক ব্যক্তি।  দখলকৃত রেলওয়ের ওই জায়গার বর্তমান বাজার মুল্য প্রায় ৪০ লাখ টাকা হবে।

ওই জামাল উদ্দিন পাশে দখল করে বসবাস করছেন একটি রেলওয়ে কোয়াটার। তারই পাশে আবার সরকারী জায়গাটিও তিনি দখলে নিয়ে শুরু করেন পাকা স্থাপনা নির্মাণ। 

২৮ মে সরকারী জায়গা দখল করে পাকা স্থাপণা নির্মাণের বিষয়ে কথা হলে তিনি বলেন আমি রেলওয়ের আইওডব্লুউসহ সবাইকে ম্যানেজ করে কাজে হাত দিয়েছি। তাই তার কোন ভয় নেই বলে জানান। 

সরকারী জায়গা দখল করে স্থাপণা নির্মাণ করার ব্যাপারে রেলওয়ের আইওডাব্লুউ শরিফুল ইসলাম জানান এ ব্যাপারে আমি কোন কিছু জানি না। তবে পাকা স্থাপণা নির্মাণের বিষয়টি তদন্তে লোক পাঠানো হয়েছে। সঠিক হলে তা ভেঙ্গে দেয়া হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকার লোকজন জানান ওই জামাল উদ্দিন প্রায় ১ কোটি টাকার রেলওয়ে সম্পত্তি দখল করে নিয়েছে। অথচ দায়িত্বে থাকা কর্তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়