ডিমলা প্রতিনিধি : ঢাকা হতে নীলফামারীর ডোমারের চিলাহাটি হয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত সরাসরি আন্তঃদেশীয় যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করবে ১ জুন হতে।রেল সূত্রে জানা যায়, আগামী ১ জুন/২০২২ থেকে আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেন ঢাকা হতে নীলফামারীর ডোমারের চিলাহাটি হয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত নিয়মিত চলাচল শুরু করবে।

তবে বাংলাদেশের ঢাকা হতে মিতালি এক্সপ্রেস ট্রেন ২ জুন রাত ৯টা ৫০ মিনিটে শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে চিলাহাটি আসবে ভোর ৫টায়।আর ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর ডোমারের চিলাহাটি থেকে ৩ জুন ভোর সাড়ে ৫টায় ছেড়ে যাবে শিলিগুড়ি।
এ উপলক্ষে রেল কর্তৃপক্ষ ঢাকা-চিলাহাটি-শিলিগুড়ি (এনজিপি) পর্যন্ত মিতালি এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের টিকেট বিক্রি শুরু করেছ।ঢাকা হতে শিলিগুড়ি পর্যন্ত ট্রেনের টিকিট আপাতত ঢাকার কমলাপুর ও চট্রগ্রাম রেল স্টেশন কাউন্টার থেকে প্রতিদিন পাওয়া যাবে। এ দিকে আগামী ২৭ মে শুক্রবার থেকে নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলস্টেশনে চিলাহাটি-শিলিগুড়ি অর্থাৎ নিউ জলপাইগুড়ি টিকেট পাওয়া যাবে।
পাসপোর্ট ভিসা দেখিয়ে ঢাকা, চট্টগ্রাম, চিলাহাটিতে টিকেট কাটা যাবে।ভারতের নাগরিকগণ মিতালির টিকেট পাবেন কলকাতা শিয়ালদাহ টার্মিনাল, ফেয়ারলীপ্লেস, নিউজলপাইগুড়ি স্টেশনে।