35.4 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

চিকলী নিউজ : ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ মে থেকে ২৩মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস আলোচনা সভাসহ নানা সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে। 

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেণ সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ উপজেলার ৫টি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানায়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারী, অনলাইরে ভূমিকর আদায়ের লক্ষে রেজিষ্টেশন করা হচ্ছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে ও অনলাইনে ভূমি সেবা সম্পর্কে সজগনকে সচেতনতা করতে ভূমিকর আদায়ে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করা হচ্ছে। ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়