
চিকলী নিউজ : বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখা আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের নেতৃত্বে সারাদেশ ব্যাপী বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যক্রম অব্যাহত। তারেই ধারাবাহিক হিসেবে শুক্রবার (২১-০৫-২২ ইং) সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পযন্ত আলোচনা করা হয়, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার আহবায়ক মোঃ মাইনুল হক এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার প্রস্তাবিত সাংগঠনিক রাজু আহমেদ এর সঞ্চালনায় সৈয়দপুর প্লাজার জেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার প্রস্তুতি কমিটি গঠনের সদস্যরা সাংবাদিক আবদুল্লাহ আল মামুন মানিক, নির্বাহী সম্পাদক সাপ্তাহিক চিকলী, আশরাফুল আলম নীলফামারী জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক খবর, আবুল কালাম আজাদ, সম্পাদক চোখ ২৪ নিউজ, আকাসাদৌল্লা আকাশ, স্টাফ রিপোর্টার সাপ্তাহিক চিকলী, মোঃ ফিরোজ আহমেদ, জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন জেলা প্রতিনিধি নীলফামারী, নাজমুল হুদা জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন, জেলা প্রতিনিধি নীলফামারী, মারুফ হোসেন লিয়ন আলোকিত পত্রিকা স্টাফ রিপোর্টার প্রমুখ।