চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে অভিযান পরিচালনা করে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম।

জানা যায়, উপজেলার কামারপুকুর এলাকায় নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি ও সংরক্ষণের দায়ে জনতা ফুড প্রডাক্টে ৮ হাজার এবং শহরের টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুরের একটি সেমাই কারখানাকে ১০ হাজার টাকা ও শেরেবাংলা রোডে আক্তার অ্যান্ড সন্স নামের একটি হলুদ গুঁড়া মসলা তৈরির কারখানায় কেমিক্যাল দিয়ে হলুদ তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল ইসলাম। তিনি বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।