পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পার্বতীপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাতে পুলিশ খবর পেয়ে পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার সাবেক মনিরিয়া উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের মেম্বারের পিছনে হেলান অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।
মহল্লাবাসীর উদ্ধৃতি দিয়ে মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, পঞ্চাশের উর্ধ্বে পাগলী নারীটি দীর্ঘদিন ধরে ঐ এলাকায় পৌরসভার ড্রেনসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো। ধারণা করা হচ্ছে লাশটি বেশ কিছুদিন আগের। তাই অর্ধগলিত হয়ে দুর্গন্ধ ছড়ালে মহল্লাবাসী জানতে পেরে পুলিশে খবর দেয়। আজ রবিবার সকালে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানা একটি ইউডি মামলা করেছে পুলিশ।