35.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সৈয়দপুরে পেঁয়াজের বাজারে ধস

চিকলী নিউজ : নীলফামারী সৈয়দপুরে পেঁয়াজের বাজারে ধস নেমেছে। কিছুদিন আগে খুচড়া বাজারে যে পেঁয়াজ বিক্রি হত কেজিতে ২৬ থেকে ৩০ টাকা আর এখন প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা দরে। পাইকারী দরে কেজিপ্রতি আরও ২টাকা কম, এতে প্রান্তিক কৃষকরা পড়েছে চরম বিপাকে। কৃষক প্রতি বিঘা জমি থেকে পেঁয়াজ তুলছেন ৭০ থেকে ৮০ মন । কিন্তু এ সাফল্যেও হাসি নেই তাদের মুখে। বাম্পার ফলনের চাপে চডা দামের পেঁযাজের দর নেমে এসেছে কেজিতে ১৮ থেকে ২০ টাকায়।  সম্প্রতি পেঁয়াজের সংকট ও বাজারের অস্থিরতা কাটাতে সরকারই কৃষকদের এ চাষে উৎসাহী করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাফল্যও পেয়েছেন তারা। সৈয়দপুরের বিভিন্ন মাঠে এখন তাদের পেঁয়াজ তোলার ব্যস্ততা।

প্রতি বিঘায় কৃষক বড় পেঁয়াজ তুলছেন ৭০-৮০ মন করে। কিন্তু চড়া দামের পেঁয়াজের বাজার হঠাৎ করেই পড়ে গেল। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ যেখানে ৩০ টাকার কাছে, সেখানে দাম পাচ্ছেন মাত্র ১৮ থেকে ২০ টাকা। এমন পরিস্থিতিতে কৃষকরা পড়েছে বিপাকে। অনেকেই এনজিওর লোন নিয়ে পেঁয়াজ চাষাবাদ করেছেন। লোন পরিশোধ করতে বিড়াম্বনায় পড়েছে এ অঞ্চলের কৃষক। অপরদিকে কৃষকদের আর্থিক অবস্থা নাজুক হওয়া এবং মজুদ করার জায়গার সংকটসহ নানা কারণে তাঁদের মৌসুমেই ফসল বিক্রি করতে হয়। এ সুযোগই নিয়ে থাকেন ফড়িয়া ব্যবসায়ী ও মজুদদাররা। সারা বছরই ঠকতে থাকেন প্রান্তিক কৃষক।কুষি স¤প্রসারণ অফিস জানায়, এবার এ উপজেলায় পেঁয়াজ চাষ হয়েছে ৩৮ হেক্টর জমিতে। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মতো অনেক গ্রামেই বাড়ির আঙিনা জুড়ে এখন পেঁয়াজের গাদা। ভালো ফলনের কারণে এবার পেঁয়াজ সংকট হবে না- আশা কৃষি কর্মকর্তাদের।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়