
চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ১নং কামারপুকুর ইউনিয়ন আওয়ামীগের উদ্যগে ৩০ মার্চ,বুধবার সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি, অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) মোঃ আমিনুর রহমান,বিশেষ অতিথি,উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক ও কামারপুকুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি লেখক,কবি ও সাংবাদিক ফয়েজ আহমেদ,উপজেলা আ’লীগের সদস্য রফিকুল ইসলাম সোনারসহ ইউনিয়ন আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
ইউনিয় আ’লীগের সহ-সভাপতি মোঃ আহসানুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য বলেন,কামারপুকুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাবু ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃখালেক শুকারু,৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন,স্বেচ্ছাসেবক লীগ কামারপুকুর ইউনিয়ন সভাপতি আবু রায়হান পলক প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন,কামারপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা আ’লীগের নব-নির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে আমিনুর রহমান,সহ-দপ্তর সম্পাদক পদে ফয়েজ আহমেদ ও কার্যকরী সদস্য হিসেবে রফিকুল ইসলাম সোনার অন্তভুক্ত হওয়ায় কামারপুকুর ইউনিয়ন আ’লীগ ফুল দিয়ে সম্মাননা জানিয়ে তাদেন বরণ করে নেন।
অনুষ্ঠানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনের হাতে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক,সাংবাদিক ফয়েজ আহমেদ এর লেখা “বঙ্গবন্ধু জাতির চেতনার নাম” বইটি প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।