জলঢাকা প্রতিনিধি : নীফামারীর জলঢাকা ডাঙ্গাপাড়ার বাসিন্দা মানিক লাল দত্ত। পেশায় একজন সুপরিচিত সাংবাদিক। রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর জলঢাকা প্রতিনিধি। অত্যন্ত ন¤্র ও ভদ্র। জলঢাকার ওই সিনিয়র সাংবাদিক তাঁর দুই সন্তানকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। চলতি বছরের ১৬ মার্চ বিজ্ঞ নোটারী পাবলিক নীলফামারী কার্যালয়ে এ্যাড. সাইদুল ইসলাম শাহ কর্তৃক এফিডেভিট এর মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে তিনি দুই সন্তানকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। ইসলাম ধর্ম গ্রহনের পর নিজ নাম রাখেন মোঃ মাহাদী হাসান মানিক বয়স ( ৪২)। বড় ছেলের নাম রাখেন মোঃ মাহমুদ হাসান অর্নব (১৫) ও ছোট ছেলের নাম মোঃ মাহতাব হাসান সুর্য (৭)। সনাতন ধর্ম ত্যাগ ও ইসলাম ধর্ম গ্রহনের বিষয়ে তিনি জানান, দীর্ঘদিন থেকে তাঁর মাথায় ছিল সে তাঁর সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহন করবেন। হয়তো মহান আল্লাহ এতদিন কবুল করেননি। তাই দেরিতে হলেও আল্লাহ আমার মনোবাসনা পুর্ন করলো। এখন থেকে আমি ও আমার সন্তানরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো।
ইসলাম ধর্মের মানুষ মৃত্যুবরণ করলে তাঁদের কত যতœ করে দাফন কাজ সম্পন্ন করা হয়ে থাকে। আর হিন্দু ধর্মে অগ্নিকুন্ডে নিক্ষেপ করে জ¦ালিয়ে দেয়া হয়। এ বিষয়গুলো আমাকে ভাবায়। তাই সন্তানদের বুঝিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহন করি।
নীলফামারীতে দুই ছেলেকে নিয়ে পিতার ইসলাম ধর্ম গ্রহন
