
চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাব পরিদর্শন করলেন সাংসদ আহসান আদেলুর রহমান। এ সময় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এক সভা। ওই সভায় সাংসদ বলেন দেশের চতুর্থ স্তম্ব হল সংবাদপত্র। আর সাংবাদিকরা হলেন জাতীর বিবেক। প্রেসক্লাবের উন্নয়নে তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন আমি মহান সংসদে সৈয়দপুরের নানাবিধ উন্নয়নের কথা বলেছি। বলেছি এখানের রেলওয়ের জায়গার কথা। দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা যাতে পুর্বের মত প্রাণ ফিরে পায় সে কথা। শ্রমিক সংকটে রেলওয়ে কারখানা আজ ধ্বংশের পথে।
সৈয়দপুর বিমানবন্দর নিয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে আছে এ বিমানবন্দরটি। এটি সম্প্রসারণে দাপ্তরিক কাজ চলছে। তাছাড়া আমি অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি কিন্তু জমি সংকটের কারণে তা পারছি না। বর্তমানে সৈয়দপুরে চলছে জমি সংকট সমস্যা। আর এ সমস্যার কারণে সৈয়দপুরে অনেক উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে।
সৈয়দপুরে শিক্ষার মান অনেক উন্নত। দেশের অন্যান্য স্থানের চেয়ে সৈয়দপুরে শিক্ষা ব্যবস্থার মান অতুলনীয়। তারপরও আরো ভাল করতে শিক্ষা নিয়ে কাজ করা হচ্ছে সৈয়দপুরে। তিনি আরো বলেন বিমানবন্দরটির সম্প্রসারণ কাজ শেষ হলে এখানে বিদেশীরা বিনিয়োগ করতে। সৈয়দপুর তথা এ অঞ্চলের উন্নয়ন হবে। সৈয়দপুর সম্ববনার শহর তাই এটিকে নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে।
সভায় আরো বক্তব্য বলেন জাতীয় পার্টি সৈয়দপুর পৌরশাখার আহ্বায়ক আলহাজ¦ জয়নাল আবেদীন,জাপা নেতা সিদ্দিকুল আলম,জি এম মিঠু, প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল,সাধারণ সম্পাদক আমিরুজ্জামান, কার্যকরী সদস্য এম আর আলম ঝন্টু প্রমুখ।