27.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে শহিদ মিনারের জায়গা দখলমুক্ত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে সংরক্ষিত পৌর কাউন্সিলর ইয়াসমিন আরার বিরুদ্ধে স্কুলের শহীদ মিনারের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ করা সেই জায়গা গতকাল (৫ মার্চ) শনিবার বিকেলে দখলমুক্ত করা হয়েছে।গত ২ মার্চ মঙ্গলবার “সৈয়দপুরে শহিদ মিনারের জায়গা দখল করে কাউন্সিলরের বাড়ি নির্মাণ” শিরনামে এবি নিউজ ২৪.কমে  একটি সংবাদ প্রাকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। এতে দৃষ্টিগোচর হয় সৈয়দপুর পৌর পরিষদের।

সে ভিত্তিতে গত বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে পৌর পরিষদের প্রায় ১৫জন কাউন্সিলর স্কুলসহ ওই জায়গা পরিদর্শন করেন। তাঁদের সিদ্ধান্ত মোতাবেক গতকাল শনিবার নির্মিত প্রাচীর ভেঙ্গে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে অবিযুক্ত কাউন্সিলর ইয়াসমিন আরা বলেন, আমার পৌর পরিষদ ও স্কুল কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সমঝোতার ভিত্তিতে আমি নিজেই  প্রাচীর ভেঙ্গে দিয়েছি।স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আইনুল ইসলাম ও প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, পৌর পরিষদ, স্কুল কমিটি ও এলাকাবাসী মিলে আলোচনার ভিত্তিতে প্রাচীর ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। নির্মিত প্রাচীর কাউন্সিলর নিজেই ভেঙ্গে দিয়েছে। আমরা তাঁকে সাধুবাদ জানাই।পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন জানান, প্রাচীর ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং তা কার্যকারিতা করা হয়েছে। পাশাপাশি শহিদ মিনারের পশে অবস্থিত ডাসবিনটিও অপসারণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।উল্লেখ থাকে যে, গত (২৮ মার্চ) শহরের হাতিখানা এরাকায় রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শহিদ মিনার চত্বরে রাতের আধারে বাড়ি নির্মাণের এমন অভিযোগ ৯নং ওয়ার্ডের সংরক্ষিত পৌর কাউন্সিলর ইয়াসমিন আরার বিরুদ্ধে।

পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (১মার্চ) স্কুল কর্তৃপক্ষের বাধার মুখে কাজ বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়