
চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নারী দিবস উদ্যাপন করা হয়েছে।“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (৮ মার্চ) মঙ্গলবার সকাল ১১টায় সৈয়দপুর পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির করা হয়। শেভাযাত্রাটি পৌর কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে বেলা ১২টায় পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌর প্যানেল মেয়র-৩, সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান, বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি। বক্তব্য রাখেন পরিষদের সংরক্ষিত আসন ও সাধারণ কাউন্সিলরবৃন্দ।অপররদিকে দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োন করেন। সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সাংসদ রাবেয়া আলমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুননাহার প্রমুখ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন নারী সংগঠন ও সুধীজন উপস্থিত ছিলেন।