চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক জহুরল ইসলাম খোকন (দৈনিক প্রতিদিনের সংবাদ) কে হত্যাচেষ্টা করেছে এক মাদকসেবী। ধারালো দেশীয় ছোরা নিয়ে হঠাৎ আক্রমণ করে সে। গতকাল ৬ মার্চ সকাল ১১ টায় শহরের বাঙ্গালীপুর নিজবাড়ী এলাকায় এই ঘটনা ঘটেছে।
এব্যাপারে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জহুরল ইসলাম খোকন জানান, গত রবিবার ৬ মার্চ বিকালে এলাকার কবির স্টোরের সামনে কয়েকজন আলাপ করছিল যে, এলাকার সর্দারপাড়ার মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে বেদম মারপিট খেয়েছে। এর প্রেক্ষিতে আমি মন্তব্য করি যে, ছেলেটা মাদকাসক্ত হওয়ায় চুরিসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। এর ফলে ওর বাবা ভালো মানুষ হয়েও মান সম্মান নিয়ে বিপাকে পড়েছে।
এমতাবস্থায় আজ সোমবার সকালে পেশাগত কাজে সৈয়দপুর প্রেসক্লাবের উদ্দেশ্যে আসার পথে আমার গ্রামীন মোবাইল নম্বরে একটি কল আসে। উক্ত নম্বর থেকে আসা কলে আব্দুর রাজ্জাক অকথ্য ভাষায় গালাগালি করাসহ আমাকে দেখা পাইলে মজা বুঝিয়ে দিবে। এসময় সে নানা হুমকি দিতে থাকে।
এর কিছুক্ষণ পরেই এলাকার মনসুর পান দোকানের সামনে পৌঁছামাত্রই আব্দুর রাজ্জাক একটি ধারালো বড় ছোরা নিয়ে আকস্মিকভাবে আমার উপর ঝাপিয়ে পড়ে। আমি দ্রুত সরে যাওয়ায় আঘাতটি শরীরে লাগেনি। ইতোমধ্যে দোকানে উপস্থিত এলাকার অনেকে এগিয়ে এসে তাকে প্রতিহত করে।
পরে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের পরামর্শে এব্যাপারে আইনি পদক্ষেপ হিসেবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। কারণ সে মাদকাসক্ত ও দূষ্কৃতিকারী। ভবিষ্যতে আবারও এমন ঘটনার অবতারনা করতে পারে। তাই নিরাপত্তার জন্য প্রশাসনকে অবগত করে রাখলাম।