
সাকিব সরদার (পার্বতীপুর প্রতিনিধি) : আজ আন্তর্জাতিক নারী দিবস-২০২২। পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে পালিত হলো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২। আন্তর্জাতিক নারী দিবস-২০২২ র্যালী পার্বতীপুর উপজেলা চত্বরসহ বিভিন্ন স্থান প্রর্দশন করে । উক্ত আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার নবাগত ইউএনও মোহাম্মদ ইসমাইল, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আলহাজ্ব মোঃহাফিজুল ইসলাম প্রামাণিক,ভাইস চেয়ারম্যান জনাব আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব, রুকশানা বারী রুকু,আওয়ামী লীগ নেতা জনাব, শাহীন আলম লিটন, উপজেলা মহিলা অফিসার সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদ্যাপিত হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিবসটির অনুষ্ঠানে বিভিন্ন নারী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা বলেন, কর্মক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন তারা। নির্ধারণ করা হয়েছে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।