
চিকলী নিউজ : ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৪ ফেব্রুয়ারি সৈয়দপুর সাহেবপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম কমল। সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মোনায়মেনুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারক বন্ধু বর্মা, যুগ্ম আহ্বায়ক নিজাজুল হক, সদস্য সচিব রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক আরিফুর রহমানসহ অনেকে। এ সময় প্রধান অতিথি রাবেয়া আলীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমিহীনদের সরকারি খরচে বাসস্থান করে দিচ্ছেন। তাই আসুন আমরা সবাই সত্য পথে চলি, দেশ ও দেশের কল্যাণেকাজ করি। সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম কমল বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও দেরীতে হলেও আমরা অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। প্রায় দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।