21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে করোনায় একজনের মৃত্যু

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে নতুন করে করোনায় আরো একজন নারী মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৫১ জন। ৬ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। তিনি বলেন সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার ইব্রাহিম খানের স্ত্রী আবিদা বেগম (৭০) ১ ফেব্রুয়ারি রংপুর ডক্টরস ক্লিনিক এ- হাসপাতালে ভর্তি হন। সেদিন তিনি সন্দেহজনক করোনা নমুনা রংপুর পিসিআর ল্যাবে প্রদান করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ ফেব্রুয়ারি তিনি মারা যান। ৫ ফেব্রুয়ারি রংপুর পিসিআর টেস্টে তার করোনা পজেটিভ পাওয়া যায়।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্কনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার জানান, মৃত ব্যক্তি কোভিশিল্ড দুই ডোজ টিকা গ্রহণ করেছিলেন। তার বাড়ির লোকজনকে লগডাউন করে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র মতে, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাব টেস্ট, র‌্যাপিড এন্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট টেস্ট রির্পোটে ১১২ নমুনায় ৫১ জনের করোনা পজিটিভের রির্পোট পাওয়া যায়। এতে সংক্রমনের হার ৪৫.৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৩০ জন। 
এছাড়া জেলার বর্তমানে ৬৩৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২০ জন, সৈয়দপুর হাসপাতালে ১ জন, রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে রেফার্ড ২ জন ও বাকীরা নিজ নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭৫ জন। 
সংশ্লিষ্ট সুত্র মতে, এ জেলার ৬ উপজেলার মধ্যে করোনা আক্রান্ত ৬৩৪ জনের মধ্যে জেলা সদরে ৫০৭, সৈয়দপুরে ৬৯ জন, ডোমারে ২০ জন জলঢাকায় ১৭ জন, কিশোরীগঞ্জে ১৫ জন ও ডিমলায় ৬ জন রয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়