21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত পীর হাবিব

চিকলী ডেস্ক : শ্রদ্ধা-ভালোবাসায় সুনামগঞ্জবাসী শেষ বিদায় জানিয়েছেন খ্যাতিমান সাংবাদিক পীর হাবিবুর রহমানকে। আজ সোমবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে মরহুমের মরদেহ পৌঁছালে রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। সেখানে প্রথম নামাজে জানাজা হয়। জানাজায় অংশ নেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পীর হাবিবের ছোট ভাই সাংসদ পীর মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

পরে পীর হাবিবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মরহুমের গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিম পাড়া মাঠে। জানাজা শেষে বিকেল ৪.১৫টার দিকে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হয় পীর হাবিবুর রহমানকে।

এর আগে, গত শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান সাংবাদিক পীর হাবিবুর রহমান। পীর হাবিবুর রহমানের প্রথম জানাজা ওই দিন এশার নামাজের পর ঢাকার উত্তরা ৪ নং সেক্টরের পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরবর্তীতে তার মরদেহ জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়