28 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন সচিব ড.হুমায়ুন কবির

চিকলী নিউজ : সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বলেছেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করেছে। পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে। এসব বাস্তবায়ন হলে সুফল পাবেন মানুষ। ২৯ জানুয়ারি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় কারখানার ২৯টি উপ-কারখানায় (শপ) কর্মযজ্ঞ ঘুরে দেখেন তিনি। পরে কর্মকর্তা-কর্মচারীদের  সাথে মতবিনিময় করেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার সভাকক্ষে আয়োজিত সভায় রেলপথ সচিব বলেন, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার অনেকগুলো মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসাবে সৈয়দপুর রেলওয়ে কারখানা আরও আধুনিকায়ন হবে।জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। সৈয়দপুরে আরও একটি ক্যারেজ নির্মাণ কারখানা গড়ে তোলা হবে। এ সময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, রোলিং স্টক) মো. মঞ্জুর-উল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিত কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি এর আগে অদম্য স্বাধীনতায় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে রেলপথ সচিব দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়