21.2 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে নিজ ঘর থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীরহাট এলাকার নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিজের শোয়ার ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

রিয়াজ উদ্দিন উপজেলা শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক। তিনি এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে।

সৈয়দপুর থানার পুলিশ সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের তিনতলা বাসভবনের নিচতলার শোয়ার ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় কোনো ভারী বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় ছেলে জামিল উদ্দিন বলেন, ‘প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা আলাদা রুমে ঘুমান। আমরা চার ভাই ওপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদের খবর দেন।

তিনি জানান, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগের কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাঁর কোনো শত্রু নেই।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, ‘পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। 

দুপুর ১২টায় এই রিপোর্ট লেখার সময় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়