26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের দ্বিতল ভবনের উদ্বোধন

চিকলী ডেস্ক নিউজ : নীলফামারীর সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারি ওই ভবনের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন। 
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী,উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা,পৌর কাউন্সিলর জোবাইদুল ইসলাম মিন্টু,কলেজ অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক ওবায়দুল ইসলাম,কলেজের শিক্ষক,কর্মচারীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তি।
এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বলেন,সৈয়দপুরের অত্যন্ত ভদ্র,নমনীয়,শান্ত,উদারমনের রাজনীতিবিদ,সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আবদুল হামিদ মাস্টার এবং তাঁর ভাই এ কলেজের জমিদাতা। তিনি যদি সে সময় জমিদান না করতেন হয়তো আজ এ শিক্ষা প্রতিষ্ঠানটি হতো কি না সন্দেহ। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। 
জাইকা নামক জাপানী সংস্থার অর্থায়নে কলেজে ওই ভবন নির্মিত হচ্ছে। এটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। এতে ব্যয় হবে ২২ লাখ, ৩৪ হাজার,৬শ ৫০ টাকা।
কলেজ অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ বলেন,আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে শিক্ষা প্রতিষ্ঠানটি তাঁর পিছনে অবদান মরহুম আবদুল হামিদ মাস্টার ও তাঁর ভাইয়ের। এ ছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বিভিন্ন সময় পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনিও একজন শিক্ষানুরাগী ব্যক্তি।
শেষে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়