30.5 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

সৈয়দপুরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে জমিতে ইরি-বোরো ধানের চারা রোপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০জন আহত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায় আব্দুর রউফ নিস্তার ও মোনায়েম উদ্দিন প্রামানিকের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 আহতদের মধ্যে ৭ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মোনায়েম উদ্দিন প্রামানিক (৫০), মমতাজ বেগম (৪০), মিলি খাতুন (২৭), রুকাইয়া আক্তার মিতু (২৩), রিয়াজুল হাসান মিনার (১৬), মিলন প্রামানিককে (৪১) ও আব্দুর রউফ ওরফে নিস্তার (৬৫)।

জানা গেছে, জমিজমা নিয়ে এ সংঘর্ষের ঘটনা জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক লক্ষী নারায়ণ বর্মণ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে কোন পক্ষেই এ পর্যন্ত অভিযোগ করেনি।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়