35.4 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চিকলী ‍নিউজ : নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কে মাইক্রোবাসচাপায় লিমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ আরোহী।এরমধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢেলাপীর থেকে মাইক্রোবাসটি (চট্ট-মেট্রো-চ-১১৩৭২৮) সৈয়দপুর বাসটার্মিনালে আসার পথে বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের কাছে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে ৩ আরোহী ছিলেন। এর মধ্যে, লিমন (২২) নামে এক তরুণ মাইক্রোবাস চাপা দিলে দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রাগিব ও অপর সঙ্গী ইমরান গুরুতর আহত হন। এরমধ্যে রাগিবকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লিমনের বাবার নাম আব্দুল গফুর। তার বাড়ি রংপুরের বদরগঞ্জের রাধানগরে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়