চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে রাতের আাঁধারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে ছুটছেন হৃদয়ে সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনের উদ্যোগে প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেশ কিছুদিন থেকে তাঁরা শহরের ছিন্নমূল মানুষদের ওই শীতবস্ত্র দিয়ে আসছেন। সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ মার্কেটে সংগঠনের নিজ কার্যালয় এবং পরে রাতে সড়কে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ওই কম্বল বিতরণ করেন।শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশগ্রহণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি আকাশ সরদার, রাশেদুজ্জামান রানা, রুবেল, আসিয়া, আরিফ, মোমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, শীতে ছিন্নমুল মানুষগুলো বড় কষ্ট করে রাত্রী যাপন করে। তাই শীতার্তদের উষ্ণতার জন্য আমাদের এ চেষ্টা মাত্র।