চিকলী নিউজ : নীলফামারীর ডিসি পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীনের নিয়োগ বাতিল করেছে সরকার।
এর আগে তাকে গত ৫ জানুয়ারি নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১২ জানুয়ারি) নাফিসার ওই নিয়োগ আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নাফিসার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
নাফিসা আরেফীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
এদিকে নীলফামারীর নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন। তিনিও ২৪তম বিসিএসের কর্মকর্তা।