চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিনপি গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে মানববন্ধন করেছে। আজ বুধবার বিকাল ৫টায় শহরের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বিএনপি ও অঙ্গ দল সমূহের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।
দলীয় অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক শওকত হায়াৎ শাহ, শফিকুল ইসলাম জনি, সদস্য সচিব শাহিন আখতার শাহিন ও পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ ।তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোর দাবী জানান। সেই সাথে স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্দিলীয় নির্বাচন কমিশন গঠনের লক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রতি ব্যাক্ত করেন।