26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

ডোমারে ১০ ইউপিতে নৌকার ৩ জন ও স্বতন্ত্র ৭ জন বিজয়ী

ডোমার প্রতিনিধি : আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে জেলার ডোমার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ১০ ইউনিয়নের ৩টিতে নৌকা এবং ৭টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। এরমধ্যে বিএনপি সমর্থক তিনজন আওয়ামী লীগ বিদ্রোহী ২ জন ও ২জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে উপজেলার ৮ ইউনিয়নে নৌকা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে।

ডোমার সদর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাসুম আহম্মেদ(নৌকা) ৪ হাজার ১৫৪ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাফিজ(আনারস) কে পরাজিত করেন। আব্দুল হাফিজ ৩ হাজার ৫৯৪ ভোট পান। সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম ফিরোজ(নৌকা) ৩ হাজার ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল করিম সরকার  (মোটর সাইকেল)  ২ হাজার ৮৮৯ ভোট এবং জাতীয় পার্টির সার্জেন্ট মোঃ তহিদুল ইসলাম(লাঙ্গল) ২ হাজার ৭৬২ ভোট পান।

হরিনচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম(আনারাস) কে ১২২ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী মোঃ রাসেল রানা। তার প্রাপ্তভোট ৪ হাজার ২৪৭। বোড়াগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রিমুন(আনারস) ১০ হাজার ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকার প্রার্থী জেবুন্নেছা আখতার পেয়েছেন ৭ হাজার ৮৬০ ভোট। গোমনাতি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ ফয়সাল শুভ  (মোটর সাইকেল) ৪ হাজার ৮১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মোঃ তহিদুর রহমান(আনারস) পেয়েছেন ৩ হাজার ১৭৪ ভোট।

কেতকিবাড়ী ইউনিয়নে স্বতস্ত্র প্রার্থী মোঃ রশিদুল ইসলাম(অটোরিক্সা) ৩ হাজার ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেবিল ফ্যান মার্কার রাকিব প্রধান পেয়েছেন ৩ হাজার ৪৩৭ ভোট। এখানে নৌকার প্রার্থী রবিউল ইসলাম স্বাধীন মাত্র ১৮৮ ভোট পান। ভোগডাবুড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু( আনারস) ৬ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের চশমা প্রতিকে ৫ হাজার ৮৪১ ভোট পান। জোড়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাখাওয়াৎ হাবিব বাবু(অটোরিক্সা)৩ হাজার ৪৩১ ভোট পেয়ে নৌকার প্রার্থী মোঃ এহতেশামুল হককে পরাজিত করেন। এহতেশামুলের প্রাপ্তভোট ৩ হাজার ৩১৩।

বামুনিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মমিনুর রহমান(মোটর সাইকেল) ৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান বুলেটকে পরাজিত করেন। বুলেটের প্রাপ্তভোট ৩ হাজার ৭৫৮। এখানে নৌকার প্রার্থী মনোরঞ্জন রায় পেয়েছেন ৩ হাজার ৪৯৫ ভোট। পাঙ্গা মটুকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্ট(চশমা) ৫ হাজার ১৫৪ ভোট পেয়ে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলামকে পরাজিত করেন। এমদাদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩৩ ভোট।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়