25.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, মে ৭, ২০২৫

সৈয়দপুরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত আহ্ছানিয়া মিশনের শিক্ষার্থীরা

চিকলী নিউজ : সৈয়দপুরে নতুন বছরের নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের হাসিতে আনন্দে ভাসছে শিখন কেন্দ্র। সৈয়দপুুর শহরের কয়া মিস্ত্রিপাড়া মহল্লায় বেসরকারি সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত “কাপ-আপ” প্রকল্প এর “আশার আলো ডাম ইউসিএলসি”র। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শিখন কেন্দ্রে বই বিতরণের শুভ উদ্বোধন করেন। 
একই দিন শহরের  হাতিখানা ক্যাম্পে ঢাকা আহ্ছানিয়া মিশন এর স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি‘তে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান ও মো. আজহারুল ইসলাম। 

উভয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মোঃ আবদুল করিম, মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিক্যাল অফিসার বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন, সুপারভাইজার ছামিউল ইউসুফ ও আকাইদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড ম্যানেজার মোঃ আবদুল করিম জানান, “এডুকেশন সার্ভিসেস ফর আপ-লিফটমেন্ট অব আল্ট্রা-পুওর স্লাম ডুয়েলার্স প্রজেক্ট” এর মাধ্যমে সৈয়দপুর শহরে ঝরেপড়া ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে ২০টি সিএলসি (চিল্ডেন লার্নিং সেন্টার) ও ৫টি ইউসিএলসি‘তে (আরবান কমিউনিটি লার্নিং সেন্টার) শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বাংলাদেশ সরকারের শিক্ষার মূলধারায় ফেরানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ২০২২ শিক্ষাবর্ষে প্রকল্পের আওতায় ২৫টি শিখন কেন্দ্রে প্রাক-প্রাথমিকের ৭৫০জন, প্রাথমিকের ৭৮২ জন ও নিম্ন মাধ্যমিকের ৪৫০ জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হল।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়