35.9 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

কিশোরগঞ্জে বাড়ছে শীতের দাপট, ছিন্নমুল মানুষের দুর্ভোগ

কিশোগঞ্জ প্রতিনিধি : শীতের দাপটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাসহ আশেপাশের এলাকায় শীতার্থ মানুষের দুর্ভোগ বেড়েছে। গত শনিবারের গুড়ি গড়ি বৃষ্টির পর বাড়ছে শীতের তীব্রতা। বইছে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ । ঘনকুয়াশায় ঢাকা পড়েছে মাঠঘাট।কৃষি শ্রমিকরা  শীতের তীব্রতার কারনে মাঠে কাজে যেতে পারছেনা। অধিকাংশ সময় বাড়িতে  পার করছে। আবার অনেকে প্রয়োজনের তাগিদে প্রচন্ড শীত উপেক্ষা করে বাইরে বের হচ্ছে।  সকাল থেকে দুপুর পর্যন্ত সুর্যের দেখা না মেলায় শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে রয়েছে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ছিন্নমুল মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।

সৈয়দপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এ এলাকার উপর দিয়ে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ফলে শীতের তীব্রতা বাড়ছে। গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করছে। আরো কয়েকদিন এরকম অবস্থা বিরাজ করতে পারে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার জানান, সরকারীভাবে অসহায় ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন চলমান রয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়