26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

কিশোরগঞ্জে বিজিবি সদস্য হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

চিকলী নিউজ ।। নীলফামারীর কিশোরগঞ্জে ইউপি নির্বাচনী সহিংসতায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রুবেল হোসেনের হত্যার ঘটনায় প্রধান আসামি মো.মারুফ হোসেন অন্তিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত ১০টার দিকে র‍্যাবের একটি দল ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেপ্তারকৃত মারুফ হোসেন অন্তিক কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান এবং গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী। 

জানা যায়, গত ২৮ নভেম্বর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় ভোটকেন্দ্রে প্রাণ হারান বিজিবির সদস্য রুবেল হোসেন। ওই দিন রাতে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর জাতীয় পার্টির পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিকের সমর্থকেরা কেন্দ্রে হামলা চালান। এ সময় আত্মরক্ষায় বিজিবি সদস্য রুবেল কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধরা তাঁকে পিটিয়ে হত্যা করেন। 

গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায় বলেন, এ ঘটনায় মারুফ হোসেন অন্তিককে প্রধান আসামি করে পরদিন মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে আরও ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এরই মধ্যে মামলার এজাহারভুক্ত ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়