29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

কিশোরগঞ্জে আ. লীগ সভাপতিকে পেটানো মামলায় একজন গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার কিশোরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুলকে পেটানোর মামলায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম শফি আহমেদ। রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ সোমবার তাকে নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুল বাদী হয়ে গত ১১ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করে।

মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি ও আ’লীগের উপজেলা সাধারণ সম্পাদক মশিয়ার রহমান খবর পান যে ৮নং ওয়ার্ডের ৪৪নং কেন্দ্র মুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মার্কার এজেন্টদের মারপিট করে বের করে দেয়া হচ্ছে। এমন খবর পেয়ে তারা বেলা অনুমান সাড়ে ৩টার সময় ওই কেন্দ্রে পৌছেন। এ সময় পুলিশের হাতে আটক ওই ব্যক্তির হুকুমে ভোট কেন্দ্রে উপস্থিত সাধারণ মানুষরা তাদের গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালিগালাজ করতে মানা করা হলে তারা উল্টো উত্তেজিত হয়ে শফি আহমেদের নির্দেশে তাদেরকে বেদম মারপিট করে। এমনকি আমার গায়ের মুজিব কোর্টে জাতির জনকের ছবি সম্বলিত কোটপিন এবং নৌকা প্রতীকের ব্যাচ ছিড়ে ফেলে। আমাদের আর্ত্ম চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে আমরা প্রাণে রক্ষা পাই। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন শফি আহমেদ, মাসুদ রানা, মাহাফুজার রহমান রুনু, জিয়াউর রহমান জিয়া, মানিক মিয়া, ফিরোজ মিয়া, ওয়াজকুরুনী, লুৎফর রহমান, জুয়েল মিয়া, আরিফ হোসেন, মো. আশিক, মো. বাবু মিয়া, মো. ডাব্লু মিয়া ও মো. সাকলাইন।

মামলা ও আটকের বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়ালের সঙ্গে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়