চিকলী নিউজ :
চিকলী নিউজ : বাংলাদেশে এই ধরনের বীরের ইতিহাস আমার জানা নেই। উনি একজন প্রকৃত বীর অমর হয়ে থাকবেন আমাদের নীলফামারীবাসীসহ সমগ্র বাংলাদেশের জন্য। তরতাজা তিনটি শিশুকে রক্ষা করতে গিয়ে উনি নিজের জীবন বিসর্জন দিলেন। সকালের ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন আমাদের প্রিয় সালমান ফারসি ভাই। আপনার মত সাহসী মানুষরা এই পৃথিবীতে বারবার ফিরে আসে না, আপনি রয়ে যাবেন আমাদের হৃদয়ের মুক্তমনে।
“সাপ্তাহিক চিকলী” ও Chikly.News (Online News Portal) পরিবারের পক্ষ থেকে আপনাকে আপনার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহতালা আপনাকে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন আমিন।