26.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

রবিবার, মার্চ ১৬, ২০২৫

সৈয়দপুরে জেল থেকে মনোনয়ন দাখিল

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে জেলহাজত থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাজিমুল ইসলাম ওরফে টাইগার নামে এক প্রার্থী তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী। ওই প্রার্থী ইউনিয়নের পাকাধারা গ্রামের মকবার আলীর পুত্র বলে জানা গেছে।জানা যায়, তাঁর একটি মামলায় গত ২৯ অক্টোবর থেকে তিনি নীলফামারী জেলহাজত আছেন। তাঁর বিরুদ্ধে সৈয়দপুর থানায় ৩৪২/১৭০/ ৩২৩/ ৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় একটি মামলা আছে। যা বর্তমানে বিচারাধীন অবস্থায়।

আসন্ন নির্বাচনে গত ২৪ নভেম্বর সাধারণ সদস্য পদে তার মনোনয়নপত্র দাখিল করেছেন প্রস্তাবকারী আনোয়ারুল হক। তিনি প্রার্থীর পক্ষ্যে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে ওই মনোনয়নপত্র জমা দেন। আর এতে সমর্থণকারী হচ্ছেন একই এলাকার মিন্টু সরকার। এ নির্বাচনে তিনি তালা প্রতীকের জন্য আবেদন করেছেন।তাাঁর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্রিং কর্মকর্তা রবিউল আলম।

আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডেও সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের একজন হচ্ছেন নাজিমুল ইসলাম ওরফে টাইগার। তিনি বর্তমানে নীলফামারী জেলহাজতে রয়েছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়