চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ধানের মন্ডপে আগুন লাগিয়ে ধান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুরে শহরের হাতীখানা বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এতে করে পুড়ে ছাই হয়েছে কৃষকের স্বপ্ন। এ ঘঁনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন পূর্বে আমন ধানকেটে ওই এলাকার মসজিদের পাশে পরিত্যাক্ত জমিতে প্রায় ৮ থেকে ১০ জন কৃষক তাঁদের ধান মন্ডপ করে রাখে। ঘটনার দিন দুপুরে কে বা কাহারা একটি ধানের মন্ডপে আগুন লাগিয়ে দেয়। ওই আগুন দ্রুত অন্যান্য মন্ডপে ছড়িয়ে পড়লে এত করে কৃষক শাহজাহান, আজিজার ও হানিফের ধানের মন্ডপ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই আগুনে ৩ জন কৃষকের ৫ বিঘা জমির ধান পুড়ে যায়, ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে দাবী করেন কৃষকরা।