চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেল নভো এয়ারের যাত্রীরা। গত (১৭ নভেম্বর) বুধবার ঢাকা থেকে সৈয়দপুরের উদ্যেশ্যে ছেড়ে আসা বিমানটি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে।
সূত্র জানায়, বিমানটি রানওয়েতে অবতরন করলে সামনের নোজ হুইল বাঁকা হয়ে যায়। এত যাত্রীদের কোন ক্ষতি হয়নি। বিমানটিতে যাত্রী ছিল ৬৭ জন। তাঁরা নিরাপদে নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির ওই ত্র“টির মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ। ওই বিমানের যাত্রী, নাম প্রকাশে অনিচ্ছুক জানান, অবতরণের পর বিমানটির চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোন ক্ষতি হয়নি।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব ঘোষ জানান, বর্তমানে বিমানটি রানওয়েতে আছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। এটি একটি যান্ত্রিক ত্রুুটি, সমস্যা সমাধানের কাজ চলছে।