29.6 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শনিবার, মার্চ ১৫, ২০২৫

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোট কেন্দ্রে থাকার নির্দেশ – এমপি আদেল

চিকলী নিউজ : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেন, বাহাগিলি ইউপি নির্বাচনে লাঙ্গলের প্রার্থী সুজাউদ্দৌলা লিপটনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানান। সেই সঙ্গে ২৮ তারিখ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোট কেন্দ্রে থাকার নির্দেশ দেন।তিনি তার বক্তব্যে আরও বলেন যদি আপনারা আমার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি কথা দিয়ে যাচ্ছি সর্বোচ্চ সুযোগ-সুবিধা আপনারা পাবেন।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি একরামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বর্ধিত সভায় তিনি এসব কথা তুলে ধরেন। এ সময় জাতীয় পার্টির বাহাগিলী ইউনিয়ন শাখার সভাপতি একেএম দেলোয়ার হোসেন দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও এমপির প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল ইসলাম,সদস্য সচিব রুবেল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কিশোরগঞ্জের আলো’র সম্পাদক ও প্রকাশক মো.আদর আলীসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাহাগিলী ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুজাউদ্দৌলা লিপটন বলেন, যদি আপনারা আমাকে ২৮ তারিখে আসন্ন ইউপি নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেন। বাহাগিলি ইউনিয়নকে একটি রোল মডেল হিসাবে সবার কাছে তুলে ধরবো। পাশাপাশি এই ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন করব, বাল্য বিবাহ রোধ সহ জুয়া বন্ধ করাটাই হবে আমার একমাত্র কাজ। সেই সঙ্গে সরকারি সকল সুযোগ সুবিধা অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়ায় হবে আমার মুল লক্ষ্য।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়